বিএনপির গণসমাবেশকে কেন্দ্র করে সতর্ক অবস্থানে পুলিশ


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ১০:৪৪ অপরাহ্ন, ৫ই ডিসেম্বর ২০২২


বিএনপির গণসমাবেশকে কেন্দ্র করে সতর্ক অবস্থানে পুলিশ
নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কঠোর অবস্থানে পুলিশ- ছবি: সংগৃহীত

আগামী ১০ ডিসেম্বর বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সরকার ইতমধ্যে বিএনপিকে সমাবেশ করার জন্য সোহরাওয়ার্দী উদ্যান নির্বাচন করে দিয়েছে। কিন্তু বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে তারা নয়াপল্টনে সমাবেশ করবে। কিন্তু এখনও বিষয়টি নিয়ে চলছে কাদা ছোড়াছুড়ি। কোথায় হবে সমাবেশ? কিন্তু বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যান ব্যতীত অন্য কোথাও সমাবেশ করার প্রস্তাব যদি সরকার দেয় তাহলে তারা সেটিকে বিবেচনা করে দেখবে।  


এদিকে সমাবেশকে কেন্দ্র করে অনেকটাই থমথমে পরিস্থিতি বিরাজ করছে রাজধানীতে। পুলিশের পক্ষ থেকে এলাকাভিত্তিক চলছে তল্লাশি। তবে সবচেয়ে বেশি সতর্কতা অবলম্বন করা হয়েছে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়সহ আশপাশের এলাকায়।


নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ছাড়াও আশপাশের এলাকায় ঘুরে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন থাকতে দেখা গেছে। যাদের মনিটরিং করছেন কর্মকর্তারা।


দায়িত্বরত পুলিশ সদস্যরা জানিয়েছেন, সমাবেশকে ঘিরে অপ্রীতিকর কোনো পরিস্থিতি তৈরির আশঙ্কা থেকেই তারা সতর্ক অবস্থায় আছেন। 


পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) মো. মনজুর রহমান বলেন, গত ২০ নভেম্বর ঢাকা সিএমএম আদালত এলাকায় পুলিশ হেফাজত থেকে দণ্ডপ্রাপ্ত দুই জঙ্গিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় ও মহান বিজয় দিবস, বড়দিন এবং থার্টি ফাস্ট নাইট উদযাপন নিরাপদ ও নির্বিঘ্ন করার লক্ষ্যে চলমান অভিযানের নির্দেশ দিয়েছে পুলিশ সদর দফতর।

জেবি/ আরএইচ/