বাংলাদেশ কারও কাছে হাত পেতে চলে না: শেখ হাসিনা


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ১১:১৮ অপরাহ্ন, ৫ই ডিসেম্বর ২০২২


বাংলাদেশ কারও কাছে হাত পেতে চলে না: শেখ হাসিনা
ন্যাশনাল ডিফেন্স কোর্স ও আর্মড ওয়ার কোর্স গ্রাজুয়েশন অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন প্রধানমন্ত্রী- ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা কারও কাছে হাত পেতে চলি না। ২০৪১ সালের মধ্যে হবে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ।


আজ সোমবার (৫ ডিসেম্বর) মিরপুর সেনানিবাসে 'ন্যাশনাল ডিফেন্স কোর্স' ও 'আর্মড ওয়ার কোর্স' এর গ্রাজুয়েশন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।


তিনি বলেন, দেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে বলেই উন্নতি সম্ভব হচ্ছে, উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে বাংলাদেশ। ‘দেশকে এগিয়ে নিতে সরকার কাজ করছে, অন্যথায় স্বাধীনতার চেতনা ধরে রাখা যাবে না। বাংলাদেশের অগ্রযাত্রা আর কেউ বন্ধ করতে পারবে না।


বিশ্ব অর্থনৈতিক মন্দায় কোনোরকম বিলাসিতা না করে  সাশ্রয়ী হতে আহ্বানও জানান প্রধানমন্ত্রী।


প্রধানমন্ত্রী বলেন, একটি মহল নানা কথা বলে মানুষকে ভয়-ভীতি দেখিয়ে বিভ্রান্তের চেষ্টা করছে।