ছাত্রলীগের সম্মেলন: ঢাকার যেসব সড়ক বন্ধ থাকবে কাল


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৩:৪৬ পূর্বাহ্ন, ৬ই ডিসেম্বর ২০২২


ছাত্রলীগের সম্মেলন: ঢাকার যেসব সড়ক বন্ধ থাকবে কাল
ছাত্রলীগের সম্মেলন উপলক্ষে ট্রাফিক নির্দেশনা- ছবি: সংগৃহীত

আগামীকাল মঙ্গলবার (৬ ডিসেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের ৩০তম সম্মেলন অনুষ্ঠিত হবে। এদিকে সম্মেলন ও আশপাশের এলাকাগুলোর রাস্তা বন্ধ/রোড ডাইভারশন দেওয়া হবে।


আজ সোমবার (৫ ডিসেম্বর) ডিএমপি ট্রাফিক-রমনা বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।


ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, ছাত্রলীগের সম্মেলন উপলক্ষে যানজট পরিহারের জন্য রাজধানীর কাটাবন ক্রসিং, হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং, কাকরাইল মসজিদ ক্রসিং, কাকরাইল চার্চ ক্রসিং, ইউবিএল ক্রসিং, হাইকোর্ট ক্রসিং, দোয়েল চত্বর ক্রসিং, ঢাবি মেডিকেল সেন্টার, জগন্নাথ হল ক্রসিং, ঢাবি ভাস্কর্য ক্রসিং, উপাচার্য ভবন ক্রসিং এলাকায় সম্মেলন শেষ না হওয়া পর্যন্ত ট্রাফিক ডাইভারশন চলবে। তাই এসব এলাকা এড়িয়ে চলার অনুরোধ করা হয়েছে ডিএমপির পক্ষ থেকে।

জেবি/ আরএইচ/