ডেঙ্গুতে ঝরল ৩ প্রাণ


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৬:৩৮ পূর্বাহ্ন, ৬ই ডিসেম্বর ২০২২


ডেঙ্গুতে ঝরল ৩ প্রাণ
ডেঙ্গু আক্রান্ত রোগীরা চিকিৎসা নিচ্ছে হাসপাতালে- ছবি: সংগৃহীত

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে তিনজনের মৃত্যু হয়েছে। এদিকে গত ২৪ ঘণ্টায় ৪১০ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। 


এরমধ্যে ২০৮ জন ঢাকার বাসিন্দা। ২০২ জন ঢাকার বাইরের বিভিন্ন জেলার।


আজ সোমবার (৫ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। 


এতে বলা হয়, ডেঙ্গু আক্রান্ত নতুন রোগীদের নিয়ে বর্তমানে সর্বমোট হাসপাতালে ভর্তি আছেন ১ হাজার ৪৬৩ জন। এর মধ্যে ঢাকার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৮৪১ জন। বাকি ৬২২ জন ঢাকার বাইরের।

জেবি/ আরএইচ/