মাদারীপুরে আগুনে পুড়ে প্রাণ গেল দুই শিশুর
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৭:০৬ এএম, ৬ই ডিসেম্বর ২০২২

মাদারীপুর সদরে বদ্ধ ঘরে আগুনে পুড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
আজ সোমবার (৫ ডিসেম্বর) সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নে এ ঘটনাটি ঘটে।
ঘটনার পর থেকে শিশুদের মা ও নানি পলাতক থাকায় নিহত দুই শিশুর নাম জানা যায়নি। তাদের বাবা মানিক বৈদ্য বর্তমানে একটি মামলায় জেলা কারাগারে রয়েছেন।
মাদারীপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক নূর মোহাম্মাদ সিকদার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রন করে ফায়ার সার্ভিস। উদ্ধার করা দুই শিশুর একজনকে ঘটনাস্থলেই মৃত পাওয়া যায়। আর একজনকে সদর হাসপাতালে পাঠালে সেখানে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
মাদারীপুরের পুলিশ সুপার (এসপি) মাসুদ আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহত দুই শিশুর মা ও নানী ঘরে অগ্নিসংযোগ করে পালিয়ে যেতে পারেন বলে প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে বলেও জানান তিনি।
জেবি/ আরএইচ/