সারাদেশে বিশেষ অভিযানে গ্রেফতার ১৩১৯


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৮:২০ পূর্বাহ্ন, ৬ই ডিসেম্বর ২০২২


সারাদেশে বিশেষ অভিযানে গ্রেফতার ১৩১৯
পুলিশের চলমান বিশেষ অভিযান- ফাইল ছবি

পুলিশের চলমান বিশেষ অভিযানে ১ হাজার ৩১৯ জনকে গ্রেফতার করা হয়েছে। জানা গেছে, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়েছে। 


আজ সোমবার (৫ ডিসেম্বর) রাতে পুলিশ সদরদপ্তরের এআইজি মো. মনজুর রহমান গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।


এদিকে দেশের বর্তমান প্রেক্ষাপট বিবেচনা ও মহান বিজয় দিবস, বড়দিন এবং থার্টি ফাস্ট নাইট উদযাপন নিরাপদ ও নির্বিঘ্ন করার লক্ষ্যে চলমান অভিযানের পাশাপাশি ১ থেকে ১৫ ডিসেম্বর বিশেষ অভিযান পরিচালনার নির্দেশ দেয় পুলিশ সদরদফতর।

জেবি/ আরএইচ/