ছাত্রলীগের সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ১১:০৭ অপরাহ্ন, ৬ই ডিসেম্বর ২০২২


ছাত্রলীগের সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
ছাত্রলীগের সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা- ছবি: সংগৃহীত

ছাত্রলীগের সম্মেলনে অংশ নিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 


আজ মঙ্গলবার (৬ ডিসেম্বর) বেলা ১১টায় সম্মেলনস্থলে পৌঁছান তিনি।


এ সময় প্রধানমন্ত্রীর পাশে উপস্থিত ছিলেন- ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য। তখন প্রধানমন্ত্রীকে দেখে ছাত্রলীগের নেতাকর্মীরা উচ্ছ্বাস প্রকাশ করেন। ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’সহ নানা স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো সোহরাওয়ার্দীর মাঠ। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী।


এ দিকে সোহরাওয়ার্দী উদ্যানের প্রবেশ করেছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। সম্মেলনস্থলে বসে নেতাকর্মীরা জাতীয় পতাকা ও দলীয় পতাকা প্রদর্শন করেন।

জেবি/ আরএইচ/