গাইবান্ধা-৫ আসনে ভোট ৪ জানুয়ারি


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ১১:৫৫ অপরাহ্ন, ৬ই ডিসেম্বর ২০২২


গাইবান্ধা-৫ আসনে ভোট ৪ জানুয়ারি
নির্বাচন কমিশনে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ইসি সচিব জাহাঙ্গীর আলম ছবি: সংগৃহীত

গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ আগামী ৪ জানুয়ারি অনুষ্ঠিত হবে।


আজ মঙ্গলবার (৬ ডিসেম্বর) সভাশেষে বিষয়টি জানিয়েছেন ইসি সচিব জাহাঙ্গীর আলম।


তিনি বলেন, আগামী ৪ জানুয়ারি গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। এ আসনের ভোট হবে ইভিএমে। সব কেন্দ্র থাকবে সিসিটিভির আওতায়।


তিনি বলেন, ভোটগ্রহণ সকাল ৮টা ৩০ মিনিট থেকে শুরু হয়ে চলবে ৪টা ৩০ মিনিট পর্যন্ত।

জেবি/ আরএইচ/