ছাত্রলীগের সম্মেলনকে কেন্দ্র করে রাজধানীতে তীব্র যানজট


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ১২:৫০ পূর্বাহ্ন, ৭ই ডিসেম্বর ২০২২


ছাত্রলীগের সম্মেলনকে কেন্দ্র করে রাজধানীতে তীব্র যানজট
রাজধানীর সড়কে তীব্র যানজট- ছবি: জনবাণী

ছাত্রলীগের ৩০ তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে আজ। সম্মেলনকে কেন্দ্র করে সকাল থেকে রাজধানীর বি‌ভিন্ন সড়কে দেখা দিয়েছে যানজট। এতে করে বিপাকে পড়েছে সাধারণ মানুষ। 


জানা গেছে, সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশের বি‌ভিন্ন সড়কে রোড ডাইভারশন করে দিয়েছে ডিএম‌পি। ফলে সেসব সড়ক দিয়ে চলাচলকারী যানবাহন বি‌ভিন্ন সড়ক ঘুরে চলাচল করতে হচ্ছে। ফলে বি‌ভিন্ন রুটে অতি‌রিক্ত গা‌ড়ির চাপ দেখা দিয়েছে দীর্ঘ যানজট।


সম্মেলনস্থলের আশেপাশের অঞ্চলে চলাচলের জন্য নগরবাসীকে এসব রাস্তা এড়িয়ে ভিন্ন রাস্তা ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে ডিএমপির পক্ষ থেকে।