আমার কিছুই জানা নেই : ডেইজি
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৫:১১ পূর্বাহ্ন, ৭ই ডিসেম্বর ২০২২
ডিএনসিসি সাবেক কাউন্সিলর আলেয়া সারোয়ার ডেইজি বলেছেন, ঢাকা ওয়াসায় নিয়োগে কি দুর্নীতি হয়েছিল কি না তা আমার জানা নেই।
আজ মঙ্গলবার (৬ ডিসেম্বর) দুদকের প্রধান কার্যালয়ে জিজ্ঞাসাবাদ শেষে বের হয়ে যাওয়ার সময় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আমি যে অবস্থানে ছিলাম সেখান থেকে নিয়োগের ব্যাপারে সংশ্লিষ্ট কোনো বিষয় ছিল না। আমি রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড সূত্রে ওয়াসার পরিচালনা পর্ষদের সদস্য ছিলাম। দায়িত্ব পালনকালে বরং আমি ওয়াসার পানির দাম বৃদ্ধির প্রতিবাদ করেছি। ওয়াসায় নিয়োগে দুর্নীতি হয়েছিল কি না আমার জানা নেই। এটা দুদক তদন্ত করে বলতে পারবে।
এর আগে, দুদকের প্রধান কার্যালয়ে সকাল সাড়ে ১০টা থেকে দুপুর পৌনে দুইটা পর্যন্ত তাকে জিজ্ঞাসাবাদ করে অনুসন্ধান কর্মকর্তা উপ-পরিচালক সৈয়দ নজরুল ইসলামের একটি টিম।
জেবি/ আরএইচ/