ভারতে আইপ্যাডও তৈরি করছে অ্যাপল
জনবাণী ডেস্ক
প্রকাশ: ০৫:৪২ পূর্বাহ্ন, ৭ই ডিসেম্বর ২০২২
আইফোন তৈরি পর এবার ভারতে আইপ্যাড তৈরির পরিকল্পনা করছে অ্যাপল। আজ মঙ্গলবার (৬ ডিসেম্বর) সিএনবিসির এক প্রতিবেদনে এমনটাই জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে,আইপ্যাড তৈরির বিষয়ে এরই মধ্যে ভারত সরকারের সঙ্গে আলোচনা করেছে প্রতিষ্ঠানটি। তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। ধারণা করা হচ্ছে, চীনে শ্রমিক অসন্তোষের কারণে আইপ্যাড তৈরির বিকল্প দেশ হিসেবে ভারতকে বিবেচনা করছে অ্যাপল।
এ প্রসঙ্গে অ্যাপলের কার্যক্রম বিশ্লেষক মিং চি কুও জানান, মোট আইফোনের ৪০ থেকে ৪৫ শতাংশ আইফোনই ভারতে তৈরি করা হতে পারে। বর্তমানে এ সংখ্যা মাত্র ৫ শতাংশ, যার ৮০ শতাংশই স্থানীয় বাজারে বিক্রি হয়।
জেবি/এসবি