হেরোইন মামলার আসামি লায়লা গ্রেফতার
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১০:২৪ অপরাহ্ন, ৭ই ডিসেম্বর ২০২২
হেরোইন মামলার আসামি ও গোয়েন্দা পুলিশের হেফাজত থেকে পালানো লায়লা সাবরিনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
বুধবার (৭ ডিসেম্বর) সকালে ঢাকা বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপপরিচালক রবিউল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চত করেছেন।
এর আগে মঙ্গলবার (৬ ডিসেম্বর) রাতে রাজধানীর হাতিরঝিলের পুলিশ প্লাজা সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
তিনি বলেন, হেরোইন মামলার আসামি লায়লাকে গ্রেফতার করা হয়েছে।
জেবি/ আরএইচ/