বিএনপিকে ফের অনুরোধ করলো ডিএমপি
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১১:৫০ পিএম, ৭ই ডিসেম্বর ২০২২

উন্মুক্ত স্থানে সমাবেশ করতে বিএনপিকে আবারও অনুরোধ জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
বুধবার (৭ ডিসেম্বর) এক প্রশ্নের জবাবে একথা বলেন, মতিঝিল বিভাগের ডিসি মো. হায়াতুল ইসলাম খান।
তিনি বলেন, সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার জন্য আবারও বিএনপিকে পুলিশ অনুরোধ জানিয়েছে। যদি তারা সেখানে সমাবেশ করতে চান, তাহলে তারা যে সমস্যার কথা বলেছে সেটা সমাধান করা হবে।
ডিসি হায়াত বলেন, বিএনপিকে অনুমোদনহীন ও অনুমতি ব্যতীত কোথাও সমাবেশ করতে দেয়া হবে না। ডিএমপির অনুমোদন ছাড়া কোনো স্থানে কর্মসূচিও পালন করা যাবে না।
জেবি/ আরএইচ/