শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে কাজ করেছে স্কিল ডেভেলপমেন্ট ক্লাব
জনবাণী ডেস্ক
প্রকাশ: ০১:০৬ পূর্বাহ্ন, ৮ই ডিসেম্বর ২০২২
মোছা. জান্নাতী বেগম: ২০১৮ সালের ১৩ই মার্চ নজরুল বিশ্ববিদ্যালয় স্কিল ডেভেলপমেন্ট ক্লাবটি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকেই একের পর এক শিক্ষার্থীদের জন্য দরকারি বিভিন্ন দক্ষতা উন্নয়নে কাজ করে যাচ্ছে সংস্থাটি।
বর্তমানে চাকরি ক্ষেত্রে দক্ষতাকেই প্রধান গুরুত্ব দেয়া হয়। বস্তা বন্দি রেজাল্ট আর সার্টিফিকেট দক্ষ ব্যক্তি ছাড়া কখনোই কাজে আসে না। স্কিল ডেভেলপমেন্ট ক্লাব যেসব দক্ষতা নিয়ে কাজ করে তাদের মধ্যে রয়েছে- কমিউনিকেশন, পাবলিক স্পিকিং, দলগত কাজ, প্রেজেন্টেশন স্কিল, লিডারশীপ স্কিল,সফটওয়্যার স্কিল।
একের পর এক বিভিন্ন ব্যবসা ভিত্তিক বা কেস সলভিং প্রতিযোগিতার আয়োজন করে যাচ্ছে এ ক্লাবটি। শুধু নিজ বিশ্ববিদ্যালয় নয়, নজরুল বিশ্ববিদ্যালয় ছাড়িয়েও বাংলাদেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়েছে নজরুল বিশ্ববিদ্যালয় স্কিল ডেভেলপমেন্ট ক্লাবের কার্যক্রম।
২০১৮ সালে প্রতিষ্ঠার থেকে ২০২২ সাল অবধি স্কিল ডেভেলপমেন্ট ক্লাবের উদ্দ্যোগে দক্ষতা বৃদ্ধিসহ ক্যারিয়ার কেন্দ্রিক অনেকগুলো ইভেন্ট আয়োজিত হয়েছে। এর মধ্যে ২০১৮ সালে, কথা বলা সেশন ২, কর্মসংস্থান দক্ষতা, উদ্যোক্তা এবং নেতৃত্বের উন্নয়নের উপর কর্মশালা,কর্পোরেট চ্যালেঞ্জ এবং কর্মজীবনের পথের উপর সেমিনার উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে।
সর্বশেষ ২০২২ সালে আয়োজিত হয়েছে বিজকেস ২০২০, ফ্রেশার্স চয়েজ ২.০, সিভি লেখার প্রতিযোগিতা, এবং জাককানইবি টু এব্রোড।
ক্লাবের বর্তমান প্রেসিডেন্ট আজিজুল হাকিম পাভেল বলেন, ক্যারিয়ার গঠনে শিক্ষার্থীরা যেন এক ধাপ এগিয়ে থাকে এই প্রত্যাশাকে ধারণ করেই জাককানইবি স্কিল ডেভেলপমেন্ট ক্লাব কাজ করে যাচ্ছে। ব্যবসা কিংবা চাকরি ক্ষেত্রে সর্বোপরি এই প্রতিযোগিতামূলক বিশ্বে দক্ষতার কোনো বিকল্প নেই। এই লক্ষ্যেই প্রতিটি শিক্ষার্থীর দক্ষতা বৃদ্ধির সহায়ক হিসেবে স্কিল ডেভেলপমেন্ট ক্লাব এগিয়ে যাচ্ছে। আমাদের চিন্তা, পরিকল্পনা ও প্রচেষ্টার দ্বারা শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনে সর্বোচ্চ সহায়তা প্রদান ও স্কিল ডেভেলপমেন্ট ক্লাবের সুনাম বজায় রাখতে প্রতিজ্ঞাবদ্ধ।
সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনি বলেন, বিশ্ববিদ্যালয়ে একাডেমিক শিক্ষার পাশাপাশি বর্তমান প্রতিযোগিতামূলক কর্মক্ষেত্রে নিজেদের দক্ষ মানবসম্পদে পরিনত করা স্কিল ডেভেলপমেন্ট ক্লাবের মূল উদ্দেশ্য। শিক্ষার্থীরা ক্লাবের শিক্ষামূলক প্রোগ্রামে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে নিজের দক্ষতা আরো একদাপ বাড়িয়ে নিচ্ছে এবং উন্নয়নের এ ধারা অব্যাহত থাকবে।