ট্রান্সলেট অ্যাপে লেন্স সুবিধা চালু করছে গুগল


Janobani

জনবাণী ডেস্ক

প্রকাশ: ০১:৫৯ পূর্বাহ্ন, ৮ই ডিসেম্বর ২০২২


ট্রান্সলেট অ্যাপে লেন্স সুবিধা চালু করছে গুগল
ট্রান্সলেট অ্যাপে লেন্স

বিশ্বের শীর্ষ টেক জায়ান্ট গুগল এবার তাদের ট্রান্সলেট অ্যাপে লেন্স সুবিধা চালু করছে। এ সুবিধার ফলে ছবিতে থাকা এক ভাষা থেকে অন্য ভাষায় পড়া যাবে।


এতে করে ভাষার বিড়ম্বনা থেকে মুক্তি পাওয়া যাবে। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ফোনে ছাড়াও আইফোনে এ সুবিধা ব্যবহার করা যাবে।


নতুন এ সুবিধাটি চালু হলেগুগল ট্রান্সলেট অ্যাপে প্রবেশ করলেই লেন্সের ক্যামেরা আইকন পাওয়া যাবে। আইকনে ক্লিক করে ফোনের ক্যামেরা দিয়ে লেখার ছবি তুলে নির্দিষ্ট ভাষায় অনুবাদ করে পড়া যাবে। 


ছবিতে থাকা লেখা সহজে পছন্দের ভাষায় অনুবাদের জন্য ভাষা নির্বাচনের সুযোগও পাওয়া যাবে। পর্যায়ক্রমে সব ব্যবহারকারী এ সুবিধা পাবেন।


জেবি/এসবি