প্রধানমন্ত্রীর মুখ্য সচিব হয়েছেন তোফাজ্জল হোসেন


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৩:১৭ পূর্বাহ্ন, ৮ই ডিসেম্বর ২০২২


প্রধানমন্ত্রীর মুখ্য সচিব হয়েছেন তোফাজ্জল হোসেন
সিনিয়র সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া- ফাইল ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব হয়েছেন সিনিয়র সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া।


বুধবার (৭ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।


জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ শাখার উপসচিব এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জনস্বার্থে অবিলম্বের এই নিয়োগ কার্যকর হবে।


এদিকে প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ (অতিরিক্ত সচিব) মোহাম্মদ সালাহ উদ্দিন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন।

জেবি/ আরএইচ/