কক্সবাজারের জনসভাস্থলে ঠাঁইহীন পরিস্থিতি; জনশ্রুত শহর জুড়ে


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৩:১৭ পূর্বাহ্ন, ৮ই ডিসেম্বর ২০২২


কক্সবাজারের জনসভাস্থলে ঠাঁইহীন পরিস্থিতি; জনশ্রুত শহর জুড়ে
জনশ্রুত | ছবি: জনবাণী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখানো (বুধবার দুপুর ২ টা পর্যন্ত) পৌঁছেননি জনসভাস্থল শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে। কিন্তু এর মধ্যে পুরো স্টেডিয়াম জুড়ে জনারণ্যে ঠাঁইহীন পরিস্থিতি তৈরী হয়েছে। মানুষে মানুষে ভারপুর জনসভাস্থলের আশে-পাশে বিজয় সরণীর হলিডে মোড় থেকে সৈকতের লাবণী পয়েন্ট পর্যন্ত এলাকায় মানুষের ভীড় দেখা যাচ্ছে। শহর জুড়ে মানুষের স্রোত দেখা যাচ্ছে।


সভা মঞ্চে স্থানীয় নেতাদের পর কেন্দ্রিয় নেতারা বক্তব্য প্রদান শুরু করেছেন। দুপুর বারোটার পরপর কোরআান, গীতা, ত্রিপিটক ও বাইবেল পাঠের মধ্য দিয়ে শুরু হয় জনসভার আনুষ্ঠানিকতা। এর পর কক্সবাজারের স্থানীয় আওয়ামী লীগ  নেতারা একে একে বক্তব্য রাখছেন। ১১ টা থেকে চলে সাংস্কৃতিক অনুষ্ঠান।


ইতিমধ্যে সভা মঞ্চে বক্তব্য রেখেছেন, আওয়ামীলীগ নেতা মোস্তাক আহমদ চৌধুরী,আমিনুল হক আমিন, আশিকুর রহমান, ব্যরিস্টার বিপ্লব বড়ুয়া, জাফর আলম এমপি, আশেক উল্লাহ রফিক এমপি, সাইমুম সরওয়ার কমল এমপি, কানিজ ফাতেমা আহমেদ এমপি, প্রশান্ত ভুষণ বড়ুয়া, মাহবুব মোর্শেদ, মাহফুজুল হায়দার চৌধুরী রোটন, আলমগীর চৌধুরী, শহীদুল্লাহ শহীদ, সিরাজুল ইসলাম বাবলা, আবু  হেনা মোস্তফা কামাল, তারেক বিন ওসমান, শামশুল আলম মন্ডল।


পাঁচ বছর পর আজ এক দিনের সফরে কক্সবাজার আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সফরে ২৯ প্রকল্পের উদ্বোধন করবেন তিনি। ১ হাজার ৩৯৩ কোটি টাকা ব্যয়ে এসব প্রকল্পের কাজ শেষ হয়েছে। একই সঙ্গে ৫৭২ কোটি টাকা ব্যয়ে চারটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে।


এদিকে বুধবার সাড়ে ১১ টার পর পর প্রধানমন্ত্রী উখিয়া উপজেলার সমুদ্র তীরবর্তী ইনানীতে বাংলাদেশসহ ২৮টি দেশের নৌবাহিনী ও উপকূলীয় সংগঠনগুলোর অংশগ্রহণে অনুষ্ঠিত হতে যাওয়া ৪ দিনব্যাপী আন্তর্জাতিক ফ্লিট রিভিউ-২০২২  এর উদ্বোধন করেছেন।


আরএক্স/