প্রধানমন্ত্রীর জনসভায় অনুপস্থিত উখিয়া-টেকনাফের সংসদ সদস্য
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৭:০১ পূর্বাহ্ন, ৮ই ডিসেম্বর ২০২২

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার (৭ ডিসেম্বর) কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামের জনসভায় ২০২৪ সালের জানুয়ারির প্রথম সপ্তাহের জাতীয় নির্বাচনের জন্য নৌকায় ভোট চেয়েছেন।
জনসমুদ্রের এই আলোচিত জনসভা মঞ্চে কক্সবাজারের ৪ জন সংসদ সদস্য উপস্থিত ছিলেন। তারা জনসভায় বক্তব্যও রেখেছেন। এরা হলেন, চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য জাফর আলম, মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, কক্সবাজার-রামু আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য কানিজ ফাতেমা আহমেদ।
এমনকি প্রধানমন্ত্রী বুধবার বিকাল ৩ টা ৫২ মিনিটের সময় সভাস্থলে এসে পৌঁছেন। এরপর তিনি সারাসরি উদ্বোধন মঞ্চে যান। ওখানে ২৯ টি প্রকল্পের উদ্বোধন ও ৪ প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। ওই সময় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য কানিজ ফাতেমা আহমেদকে ডেকে তাঁর পাশে দাঁড় করান।
কিন্তু গুরুত্বপূর্ণ জনসভায় উপস্থিত ছিলেন না নির্বাচিত নারী সংসদ সদস্য উখিয়া-টেকনাফ আসনের শাহীনা আকতার চৌধুরী।
কক্সবাজার জেলা আওয়ামীলীগের সহ সভাপতি রেজাউল করিম ৫ সংসদ সদস্যের মধ্যে একজন অনুপস্থিত থাকার বিষয়টি নিশ্চিত করেছেন।
উখিয়া-টেকনাফ আসনের শাহীনা আকতার চৌধুরী বহুল আলোচিত একই আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির পত্নী। তিনি জনসভা মঞ্চে থাকলে ও পান নি বক্তব্য প্রদানের সুযোগ।
আর পুরো বিষয়টি নিয়ে উখিয়া-টেকনাফের মানুষের মধ্যে চলছে নানা আলোচনা।
অনুপস্থিত থাকা বিষয়টি নিয়ে শাহীনা আকতার চৌধুরী এমপি ও সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির বক্তব্য জানার জন্য যোগাযোগ করা হলে মোবাইল সংযোগ পাওয়া যায়নি।
তবে আওয়ামীলীগের শীর্ষ এক নেতা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, আগামি নির্বাচনে দলীয় মনোনয়নকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে চলমান বিরোধের কারণে শাহীনা আকতার চৌধুরী এমপিকে কৌশলে দলের প্রধানের সভায় আসতে দেয়া হয়নি।
আরএক্স/