নয়াপল্টন থেকে অসংখ্য বোমা উদ্ধার করেছি: বিপ্লব কুমার
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৭:৫৬ পূর্বাহ্ন, ৮ই ডিসেম্বর ২০২২
ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার বলেছেন, বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া ঘটনাস্থল থেকে অসংখ্য বোমা উদ্ধার করা হয়েছে।
আজ বুধবার (৭ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭ টায় নয়াপল্টনে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি।
তিনি বলেন, জনগণের সেফটি এবং সিকিউরিটিকে যারা নষ্ট করতে চায় তাদের কোনোভাবে ঢাকা মহানগর পুলিশ ছাড় দেবে না। এরই অংশ হিসেবে আমরা যখন দেখলাম জনগণের জানমালের জন্য হুমকিস্বরূপ কার্যক্রম হচ্ছে নয়াপল্টন এলাকায়।
তিনি আরও বলেন, শুধু তাই নয় পুলিশের ওপর হামলা ও বোমা নিক্ষেপ হয়েছে, তখন আমরা অভিযান পরিচালনা করেছি। নয়াপল্টন থেকে অবৈধ জনতাকে ছত্রভঙ্গ করেছি। অসংখ্য সন্ত্রাসী গ্রেফতার করেছি। এছাড়া অসংখ্য বোমাও উদ্ধার করা হয়েছে।