কম্পিউটারে সার্চের স্ক্রলিং সুবিধা করছে গুগল
জনবাণী ডেস্ক
প্রকাশ: ১০:৫৫ অপরাহ্ন, ৮ই ডিসেম্বর ২০২২
মোবাইলের পর এবার কম্পিউটার স্ক্রলিং সুবিধা চালু করছে বিশ্বের শীর্ষ টেক জায়ান্ট গুগল। এর ফলে গুগল সার্চের ফলাফল পাতার নিচে পাতার নম্বরের বদলে ‘সি মোর’ বাটন যুক্ত করা হবে।
ওই বাটনটিতে ক্লিক করলেই আরো সার্চ ফলাফল সামনে আসবে। এতে পরবর্তী পাতার নম্বরে বারবার ক্লিক করতে না হওয়ায় দ্রুত প্রয়োজনীয় তথ্যের সন্ধান পাওয়া যাবে।
২০২১ সালের অক্টোবরে মোবাইলের জন্য ক্রলিং সুবিধা চালু করে গুগল। মোবাইলের আদলে তৈরি হলেও কম্পিউটারের স্ক্রলিং সুবিধায় গুগল সার্চের প্রথম ৬টি পেজের ফলাফল দেখা যাবে।
সামাজিকমাধ্যম সাইটের নিউজ ফিডের আদলে ক্রমাগত নিচের দিকে যাওয়ার সুযোগ থাকায় স্ক্রলিং সুবিধা চালু হলে ব্যবহারকারীরা বর্তমানের তুলনায় স্বচ্ছন্দে প্রয়োজনীয় তথ্য খুঁজে পাবেন।
জেবি/এসবি