বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি পুলিশের


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ১২:২৯ পূর্বাহ্ন, ৯ই ডিসেম্বর ২০২২


বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি পুলিশের
নয়াপল্টনে বিক্ষোভ করছেন বিএনপি নেতারা- ছবি: সংগৃহীত

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। দলীয় কার্যালয়ে বিস্ফোরক সামগ্রী রাখা, পুলিশের ওপর হামলা ও নাশকতার ঘটনায় পুলিশ বাদী হয়ে এসব মামলা করবে।


আজ বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার এ তথ্য জানান।


তিনি বলেন, বিএনপির যেসব নেতাকর্মীকে আমরা আটক করেছি তাদের বিরুদ্ধে মামলা হবে। আবার কারো কারো বিরুদ্ধে আগে গ্রেফতারি পরোয়ানা ছিলো। তাদের সেসব মামলায় গ্রেফতার দেখানো হবে। সবার নামেই নতুন করেও মামলা হবে। এসব মামলায় অজ্ঞাত আসামি করা হবে আরো অনেককে।

জেবি/ আরএইচ