পুলিশের দখলে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ১২:৫৬ পূর্বাহ্ন, ৯ই ডিসেম্বর ২০২২


পুলিশের দখলে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়
বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছে পুলিশ- ছবি: জনবাণী

বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আজ বৃহস্পতিবার তালা ঝুলিয়ে দিয়েছে পুলিশ। এদিকে সকাল থেকে কোনো নেতাকর্মীকে কার্যালয়ের ভেতরে ঢুকতে দেখা যায়নি। কার্যালয়ের মূল ফটকের বাইরে পাহারায় রয়েছে বিপুলসংখ্যক পুলিশ।


সরজমিনে গিয়ে দেখা যায়, কাকরাইলের নাইটিঙ্গেল মোড় থেকে ফকিরাপুলের দিকে যাওয়া এবং আসার রাস্তা বন্ধ রয়েছে। কাটা তারের বেড়া দেওয়া আছে। তবে এসব রাস্তায় পরিচয়পত্র দেখিয়ে হেঁটে চলাচল করতে পারছেন পথচারীরা।


পুলিশ কর্মকর্তারা বলছেন, শান্তি-শৃঙ্খলা নিশ্চিত করতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।


এদিকে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কার্যালয়ে ঢুকতে দেওয়া হয়নি।

জেবি/ আরএইচ/