গাজীপুরে গুদামে ভয়াবহ আগুন


Janobani

জনবাণী ডেস্ক

প্রকাশ: ০১:৩০ এএম, ৯ই ডিসেম্বর ২০২২


গাজীপুরে গুদামে ভয়াবহ আগুন
গাজীপুরের শ্রীপুরে গুদামে ভয়াবহ আগুন- ছবি: সংগৃহীত

গাজীপুরের শ্রীপুর এলাকায় একটি তুলার গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 


আজ বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় নতুন বাজার এলাকায় এস.বি.এস টেক্সটাইল মিলস লিমিটেড নামের একটি কারখানার তুলার গুদামের এ আগুন লাগে।


গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, শ্রীপুরের কেওয়া নতুন বাজার এলাকায় এস.বি.এস টেক্সটাইল মিলস লিমিটেডের একটি কারখানার তুলার গুদামে বেলা সাড়ে ১১টায় আগুন লাগে। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে আরও তিনটি ইউনিট গাজীপুর থেকে রওনা হয়েছে।