‘আর্জেন্টিনার জার্সি পরা যুবককে খুঁজছে পুলিশ’


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০২:১৫ পূর্বাহ্ন, ৯ই ডিসেম্বর ২০২২


‘আর্জেন্টিনার জার্সি পরা যুবককে খুঁজছে পুলিশ’
আর্জেন্টিনার জার্সি গায়ে শর্টগান হাতে এক যুবক গুলি ছুড়েছে- ছবি: সংগৃহীত

নয়াপল্টনে বিএনপির সঙ্গে পুলিশের সংঘর্ষের সময় আর্জেন্টিনার জার্সি গায়ে শর্টগান হাতে এক যুবককে গুলি ছুড়তে দেখা যায়। এমন একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। 


পুলিশে এখন ওই ব্যক্তিকে চিহ্নিত করার চেষ্টা করছে।


ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার বলেন, আর্জেন্টিনার জার্সি গায়ে যে ব্যক্তি কে, তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা চলছে। তাকে এখনো চিহ্নিত করা যায়নি। তার খোঁজ চলছে।


এদিকে ওই ব্যক্তি কি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য কিনা সেটি জানতে তদন্ত চলছে বলে জানান বিপ্লব কুমার।