আলোচিত দুই মাদকব্যবসায়ী ইয়াবাসহ গ্রেফতার
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০২:২৪ এএম, ৯ই ডিসেম্বর ২০২২

চুয়াডাঙ্গা জীবননগর থানা পুলিশের বিশেষ অভিযানে বুধবার (৭ ডিসেম্বর) দিবাগত রাতে এলাকার বহুল আলোচিত জইলো সাত্তারসহ দুই মাদক ব্যবসায়ীকে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেছেন পুলিশ।
পুলিশ সুত্র থেকে জানা গেছে,জীবননগর থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুল খালেকের নেতৃত্বে এসআই নাহিরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের মাদক বিরোধী অভিযান পরিচালনা করে পৌর এলাকার ইসলামপুর গ্রামের তিন রাস্তা মোড় সংলগ্ন পাকা রাস্তার উপর থেকে পৌরসভার পুরাতন লক্ষপুর গ্রামের আব্দুর রসিকদের ছেলে নাজমুল হাসান (২৫) ও সুবলপুর গ্রামের মৃত বদর উদ্দিনের ছেলে আব্দুস সাত্তার ওরফে জইলো সাত্তার (৪৫) কে ২৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।
আরএক্স/