কমলাপুর রেলস্টেশনে কঠোর অবস্থানে পুলিশ
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৩:০৭ পূর্বাহ্ন, ৯ই ডিসেম্বর ২০২২
আগামী ১০ ডিসেম্বর বিএনপির গণসমাবেশকে সামনে রেখে রাজনীতির মাঠ উত্তাল রয়েছে। এরই মধ্যে গতকাল নয়াপল্টনে বিএনপি পুলিশের মধ্যে তুমুল সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে ১ জন প্রাণ হারিয়েছে। গ্রেফতার হয়েছে দলের হেভিওয়েট নেতারা।
এদিকে আজ সকাল থেকে সড়ক, মহাসড়কসহ সবখানেই কঠোর অবস্থানে রয়েছে পুলিশ। বসানো হয়েছে চেকপোস্ট। চলছে কড়াকড়ি তল্লাশী। সড়ক, রেল, নৌপথসহ সবখানেই কঠোর অবস্থানে আছেস আইনশৃঙ্খলাবাহিনী।
সকালে কমলাপুর রেলস্টেশনে গিয়ে কঠোর অবস্থানে থাকতে দেখা গেছে রেলওয়ে পুলিশকে। ঢাকা প্রবেশ এবং বাহির হওয়া প্রায় প্রতিটি মানুষই জেরার মুখে পড়ছে।
রেলওয়ে ডিবির পরিদর্শক আবু সাঈদ বলেন, ‘১০ ডিসেম্বর বিএনপির মহাসমাবেশ সামনে রেখে আমাদের নজরদারি বেড়েছে। ট্রেন আসার পরে আমাদের সদস্যরা সন্দেহভাজনদের চেক করছেন। এটা কয়েক দিন চলবে।’
রেলওয়ে থানার ওসি ফেরদৌস বিশ্বাস বলেন, ‘আমাদের চারটি টিম ভাগ হয়ে কাজ করছি।’