বিএন‌পি কার্যালয়ের সাম‌নের সড়কে যান চলাচল স্বাভা‌বিক


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৫:২০ পূর্বাহ্ন, ৯ই ডিসেম্বর ২০২২


বিএন‌পি কার্যালয়ের সাম‌নের সড়কে যান চলাচল স্বাভা‌বিক
বিএন‌পি কার্যালয়ের সাম‌নের সড়কটি যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছে- ছবি: সংগৃহীত

নয়াপল্টনে বিএনপির দ‌লীয় কার্যালয়ের সাম‌নের সড়ক খু‌লে দি‌য়ে‌ছে আইনশৃঙ্খলা বা‌হিনী। ফলে এই সড়কে স্বাভা‌বিক হয়েছে যান চলাচল। 


বৃহস্প‌তিবার (৮ ডিসেম্বর) বিকেলে সড়কটি খু‌লে দেওয়া হয়।


এর আগে সকা‌লে নয়াপল্টনে দেখা যায়, বিএনপি কার্যালয়ের সামনের সড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ। কোনো যানবাহন যাতে এই সড়কে প্রবেশ না করতে পারে সেজন্য বিজয়নগরের নাইটিঙ্গেল মোড় ও ফকিরাপুল মোড়ে ব্যারিকেড বসায় পুলিশ।