বিএনপি ইচ্ছাকৃতভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৬:৪৮ পূর্বাহ্ন, ৯ই ডিসেম্বর ২০২২
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, পুলিশের উপর হামলা করার মতো কোনো ঘটনা ঘটেনি। তারপরও বিএনপি ইচ্ছাকৃত ভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে।
বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে আহত সদস্যদের দেখতে এসে এসব কথা বলেন মন্ত্রী।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি মিরপুর কালশী মাঠে সমাবেশ করলে সরকার সহযোগিতা করবে। এছাড়া বিএনপির পক্ষ থেকে বিকল্প প্রস্তাব থাকলেও জানানোর আহবান জানান তিনি।
মন্ত্রী বলেন, ‘পরিস্থিতি নাজুক হয়েছে, সেটা আমরা মনে করি না। পরিস্থিতি সবসময় আমাদের নিয়ন্ত্রণে। শান্তিপূর্ণভাবে দলীয় কাজ করেন, আপনারা মিছিল করেন, মিটিং করেন। আমাদের কোনো আপত্তি নেই।
তিনি বলেন, আপনারা ভাঙচুর করবেন, জানমালের ক্ষতি করবেন, আহত করবেন, তখন তো নিরাপত্তা বাহিনী বসে থাকবে না। তাদের কাজই তো প্রটেকশন দেওয়া। অতএব তারা তাদের কাজটাই করেছে।