নারী জাগরণের মধ্যেই সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হবে: প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৩:২৬ পূর্বাহ্ন, ১০ই ডিসেম্বর ২০২২
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘নারী জাগরণের মধ্যে দিয়ে আমাদের সকলের সম্মিলিত অংশগ্রহণে বাংলাদেশকে উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে হবে। এজন্য ডেল্টা প্ল্যানও করে দিলাম, যাকে ভিত্তি করে প্রজন্মের পর প্রজন্ম যেন এই অগ্রযাত্রা অব্যাহত রাখতে পারে।’
শুক্রবার (৯ ডিসেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘বেগম রোকেয়া দিবস-২০২২’ ও ‘বেগম রোকেয়া পদক-২০২২’ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এ কথা বলেন তিনি।
তিনি বলেছেন, নারী জাগরণের মধ্যে দিয়ে ২০৪১ সাল নাগাদ বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তোলার প্রয়াসের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সমাজের বিভিন্ন ক্ষেত্রে অসাধারণ অবদান রাখার জন্য পাঁচ বিশিষ্ট নারীকে ‘বেগম রোকেয়া পদক-২০২২’ দেন। পদকপ্রাপ্তরা হলেন:- রহিমা খাতুন, অধ্যাপক কামরুন নাহার বেগম, ফরিদা ইয়াসমীন, ড. আফরোজা পারভিন ও নাসিমা বেগম। পদক প্রাপ্তদের প্রত্যেককে একটি করে স্বর্ণপদক, ৪ লাখ টাকার চেক ও সনদপত্র দেওয়া হয়।
প্রধানমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ সরকার সারা দেশে ডিজিটাল সেন্টার ও ফ্রিল্যান্সারদের স্বীকৃতি দিয়েছে এবং লার্নিং অ্যান্ড আর্নিং প্রজেক্টের মাধ্যমে নারীদের প্রশিক্ষণ দিচ্ছে। যেখানে উদ্যোক্তা একজন নারী এবং একজন পুরুষ। সেখানে সবচেয়ে বেশি লাভবান হচ্ছে দেশের নারীসমাজ। এর মাধ্যমে স্বল্প শিক্ষিত একজন নারীও ঘরে বসে অর্থ উপার্জন করতে পারে।,
আরএক্স/