রাজধানীতে গণপরিবহন বন্ধ, সতর্ক অবস্থানে পুলিশ


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ১১:১০ পিএম, ১০ই ডিসেম্বর ২০২২


রাজধানীতে গণপরিবহন বন্ধ, সতর্ক অবস্থানে পুলিশ
রাজধানীতে গণপরিবহন বন্ধ দুর্ভোগে যাত্রীরা- ছবি: সংগৃহীত

ঢাকায় বিএনপির বিভাগীয় গণসমাবেশের দিনে রাজধানীতে পুরোপুরি গণপরিবহন বন্ধ। এদিকে সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় সড়কে মানুষের চলাচল কম।


বিএনপির সমাবেশকে কেন্দ্র করে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য বিভিন্ন পয়েন্টে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।


সকালে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, নগরীর বিভিন্ন পয়েন্টে আওয়ামী লীগ এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীদের অবস্থান দেখা গেছে।


সরেজমিনে রাজধানীর আজিমপুর, পল্টন, নিউমার্কেট,ধানমন্ডি এলাকা ঘুরে দেখা গেছে সড়কে নেই কোনও গণপরিবহন। মানুষ রিকশা, সিএনজি ও মোটরসাইকেলে করে গন্তব্যে যাচ্ছেন।


নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে সকাল থেকে যান চলাচল বন্ধ রয়েছে। নাইটিঙ্গেল মোড় থেকে পুলিশ ব্যারিকেড দিয়ে সড়ক বন্ধ রেখেছে। সেখানে বাড়তি পুলিশ দেখা যাচ্ছে।