নারায়ণগঞ্জে চেকপোস্ট তল্লাশি, গ্রেফতার ৬


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ১১:৩৩ পিএম, ১০ই ডিসেম্বর ২০২২


নারায়ণগঞ্জে চেকপোস্ট তল্লাশি, গ্রেফতার ৬
নারায়ণগঞ্জের মৌচাক চেকপোস্টে বাসে তল্লাশি চালিয়েছে পুলিশ- ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সন্দেহভাজন ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ শনিবার (১০ ডিসেম্বর) মৌচাকে চেকপোস্টে বাস তল্লাশি করে তাদেরকে গ্রেফতার করা হয়।


জানা গেছে, আটকদের মধ্যে একজন কুমিল্লা উত্তরের মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সভাপতি ফারুক হোসেন মিয়াজি। তবে গ্রেফতার বাকি পাঁচজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।


আটকদের বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ওসি মশিউর রহমান বলেন, আমরা সকাল থেকে সন্দেহভাজন ছয়জনকে গ্রেফতার করেছি। তাদের বর্তমানে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে রাখা হয়েছে।


নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার চাইলাউ মারমা জানান, যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা রোধে সচেষ্ট রয়েছে জেলা পুলিশ। ৮টি চেকপোস্ট ও বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশের সাড়ে ৮০০ সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া সাদা পোশাকে গোয়েন্দা পুলিশ তৎপর রয়েছে।