সবকিছু এখনো স্বাভাবিক আছে: হাফিজ আক্তার


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ১১:৪৬ অপরাহ্ন, ১০ই ডিসেম্বর ২০২২


সবকিছু এখনো স্বাভাবিক আছে: হাফিজ আক্তার
বিএনপির গণসমাবেশকে কেন্দ্র করে রাজধানীতে পুলিশি নিরাপত্তা- ছবি: সংগৃহীত

শান্তিপূর্ণভাবে সমাবেশ শেষ করার দায়িত্ব বিএনপির। শুধু পুলিশের পক্ষ থেকে ৩৪ হাজার জনবল মোতায়েন করা হয়েছে। এর বাইরে র‌্যাব-আনসারও রয়েছে। আশা করছি, শান্তিপূর্ণভাবেই সমাবেশ শেষ করবেন বলে মন্তব্য করেছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার।


আজ শনিবার (১০ ডিসেম্বর) সকালে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে এসে এসব কথা বলেন তিনি।


তিনি বলেন, অনুমতি পাওয়ার পর থেকেই অংশ নিতে বিএনপির নেতাকর্মীরা আসছেন। কাল রাত থেকেই আসছে, এখনো আসছে। সবকিছু এখনো স্বাভাবিক আছে।


ডিএমপির এ অতিরিক্ত কমিশনার বলেন, সমাবেশ তো গোলাপবাগে। তবে পুরো ডিএমপি এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে প্রত্যেক বিভাগেই পুলিশ মোতায়েন করা আছে। আমরা আশা করি বিএনপি শান্তিপূর্ণভাবেই সমাবেশ শেষ করবে।

জেবি/ আরএইচ/