গোলাপবাগে জলকামান নিয়ে প্রস্তুত পুলিশ


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ১২:১৮ পূর্বাহ্ন, ১১ই ডিসেম্বর ২০২২


গোলাপবাগে জলকামান নিয়ে প্রস্তুত পুলিশ
গোলাপবাগে বিএনপির গণসমাবেশস্থলে পুলিশের সাজোয়া যান মোতায়েন- ছবি: সংগৃহীত

রাজধানীতে চলছে বিএনপির গণসমাবেশ। এদিকে রাজধানীর গোলাপবাগ মাঠের সমাবেশস্থল ছাড়িয়ে নেতাকর্মীরা বিভিন্ন এলাকায় অবস্থান নিয়েছে। এই জনসমাগমকে ঘিরে অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য প্রস্তুত রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।


সরেজমিনে দেখা যায়, যারা সমাবেশে আসছেন তাদের ওপর কড়া নজর রেখেছে পুলিশ, র‌্যাবসহ অন্যান্য নিরাপত্তা বাহিনীর সদস্যরা। সমাবেশকে কেন্দ্র করে সতর্ক অবস্থানে রয়েছে ডিএমপি। কমলাপুর এলাকায় সাজোয়া যান ও জলকামান প্রস্তুত রাখা হয়েছে। 


ডিএমপির এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, সামাবেশস্থলে ও এর আশপাশ এলাকায় সমাবেশ চলাকালে বা শেষে যে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। আর অপ্রীতিকর ঘটনা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতেই পুলিশের অবস্থান। 


ডিএমপির অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার সকালে বলেন, তারা শান্তিপূর্ণভাবে সমাবেশ শেষ করে চলে যাবেন, সেটাই আমরা আশা করছি।


তিনি আরও বলেন, সমাবেশ তো গোলাপবাগে। তবে পুরো ডিএমপি এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে প্রত্যেক বিভাগেই পুলিশ মোতায়েন করা আছে।