শান্তিপূর্ণভাবেই হচ্ছে বিএনপির সমাবেশ: ডিবি প্রধান
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১২:৩৭ পূর্বাহ্ন, ১১ই ডিসেম্বর ২০২২
ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ বলেছেন, কোথাও কোন যানজট নেই, বিশৃঙ্খলা নেই। বিএনপির সমাবেশ সুন্দর এবং শান্তিপূর্ণ করার জন্যে যা যা নিরাপত্তা দেয়া দরকার সেটাই আমরা করছি।
আজ শনিবার (১০ ডিসেম্বর) নয়াপল্টনে ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ এসব কথা বলেন।
তিনি বলেন, সমাবেশ হচ্ছে গোলাপবাগ মাঠে, তো সেখানের আমরা আমাদের নিরাপত্তা জোরদার করেছি। তবে নয়াপল্টনের সড়কে যেহেতু অনেকগুলো স্থাপনা আছে নিরাপত্তার খাতিরে আমরা অনেক সময় ডাইভারশন দিয়ে থাকি।
তিনি আরও বলেন, বিএনপি সমাবেশ করছে সেটা তাদের মৌলিক অধিকার, আর তাদের নিরাপত্তা দেয়া আমাদের কাজ। আমরা চাই সমাবেশের কারণে তাদের যেসব শর্ত দেয়া হয়েছে তারা সেগুলো পূরণ করবে।