সমাবেশে হেলিকপ্টার টহল, নজরদারি চলছে ড্রোনেও


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৫৩ পূর্বাহ্ন, ১১ই ডিসেম্বর ২০২২


সমাবেশে হেলিকপ্টার টহল, নজরদারি চলছে ড্রোনেও
সমাবেশস্থলের আকাশে দেখা গেছে হেলিকপ্টার ও ড্রোন- ছবি: জনবাণী

বিএনপির গণসমাবেশ ঘিরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনী। পুলিশ, র‌্যাব ও আনসার মিলে ৩৪ হাজার সদস্য মোতায়েন করা হয়েছে পুরো নগর জুড়ে। এদিকে সমাবেশস্থলের আকাশে দেখা গেছে হেলিকপ্টার ও ড্রোন।


র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, বিএনপির সমাবেশ ঘিরে রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে র‌্যাব ফোর্সেস। 


তিনি বলেন, এছাড়াও যেকোন উদ্ভুত পরিস্থিতি নিয়ন্ত্রণে র‌্যাব স্পেশাল ফোর্স টিম, ডগ স্কোয়াড, বোম্ব ডিস্পোজাল ইউনিট প্রস্তুত রয়েছে।


এদিকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) গোয়েন্দা শাখার প্রধান লে. কর্নেল মশিউর রহমান জুয়েল বলেছেন, বিএনপির সমাবেশ ঘিরে এখনো কোনো নাশকতার তথ্য নেই। যদি কেউ নাশকতার চেষ্টা করে তা প্রতিহত করা হবে। আমরা সার্বিকভাবো প্রস্তুত আছি।