দূরপাল্লার বাস চলাচল শুরু
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৪:২১ পূর্বাহ্ন, ১১ই ডিসেম্বর ২০২২
রাজধানীর মহাখালী বাস টার্মিনাল থেকে বাস চলাচল শুরু হয়েছে। বিএনপির গণসমাবেশকে কেন্দ্র করে আজ শনিবার সকাল থেকে কোনো বাস না ছাড়েনি।
এদিকে বেলা আড়াইটার দিকে বাস চলাচল শুরু হলে সমাবেশে আসা অসংখ্য বিএনপির নেতা-কর্মীদের বাসে উঠে নিজ নিজ গন্তব্যে চলে যেতে দেখা গেছে।
এনা পরিবহনের সহকারী বলেন, বাস না চালালে খাব কী? সারাদিন বাস বন্ধ ছিল। আজ কোনো ইনকাম নেই।
তিনি বলেন, বিএনপির লোকজনের এখন বাড়ি যাওয়ার চাপ বেশি। এখন বাস ছাড়লে ফুল টিপ মারতে পারব।