ডেঙ্গুতে আরও ৩ জনের প্রাণহানি


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৪:২৬ পূর্বাহ্ন, ১১ই ডিসেম্বর ২০২২


ডেঙ্গুতে আরও ৩ জনের প্রাণহানি
হাসপাতালে ডেঙ্গ আক্রান্ত রোগী | ফাইল ছবি

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে আরও ৩ জনের প্রাণহানি হয়েছে। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন আরও  ২৬৫ জন।


শনিবার (১০ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।


বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ২৬৫ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ১৪৪ জন এবং ঢাকার বাইরে  ১২১ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩ জনের প্রাণহানি হয়েছে এবং  চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ২৬৬ জন প্রাণ হারিয়েছে।


বর্তমান সারাদেশে সর্বমোট এক হাজার ১৮১ জন ডেঙ্গুরোগি হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৬৭৯ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ৪৮৪ জন ডেঙ্গুরোগী ভর্তি রয়েছেন।


জেবি/এসবি