কূটনীতিকদের আচরণে কষ্ট পেয়েছি: আইনমন্ত্রী


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৭:৫৩ পূর্বাহ্ন, ১১ই ডিসেম্বর ২০২২


কূটনীতিকদের আচরণে কষ্ট পেয়েছি: আইনমন্ত্রী
মানবাধিকার দিবসের আলোচনা সভায় কথা বলেন আইনমন্ত্রী আনিসুল হক- ছবি: সংগৃহীত

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি নিয়ে বিদেশি কূটনীতিকদের আচরণে কষ্ট পেয়েছি।


শনিবার (১০ ডিসেম্বর) রাজধানীর হোটেল রেডিসনে ‘মানবাধিকার দিবস ২০২২’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।


মন্ত্রী বলেন, একজন নাগরিক হিসেবে আমি অবশ্যই তাদের আচরণে দুঃখ পেয়েছি। কোনও ব্যাপারে তারা যখন কথা বলেন, তার আগে নিজেদের রাষ্ট্রের অবস্থান এবং সেই রাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বের গভীরতা বিবেচনা করে কথা বলবেন।


আনিসুল হক বলেন, বাংলাদেশে বিদেশি রাষ্ট্রদূত যারা আছেন, তারা যে রাষ্ট্র থেকে এসেছেন কিংবা যে রাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হয়েছেন সেই রাষ্ট্রের প্রতিনিধিত্ব করেন না। যদি মনে করেন তারা নিজেদের প্রতিনিধিত্ব করেন, তারা কিন্তু তা করেন না। 


আইনমন্ত্রী আরও বলেন, বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। আমাদের দেশের পরিস্থিতি বিবেচনা করে, জনগণ যেভাবে চায়, আমরা সেভাবেই দেশ পরিচালনা করি।