বিএনপি কার্যালয়ে তালা ঝুলছে


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ১০:৫৬ অপরাহ্ন, ১১ই ডিসেম্বর ২০২২


বিএনপি কার্যালয়ে তালা ঝুলছে
এখনও তালা ঝুলছে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে- ছবি: সংগৃহীত

বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর দলটির কার্যালয় বন্ধ করেছিল আইনশৃঙ্খলা বাহিনী। একাধিক মামলা, দলীয় শীর্ষ নেতাসহ পাঁচ শতাধিক নেতাকর্মীকে গ্রেফতার ও শর্ত সাপেক্ষে গোলাপবাগে সমাবেশের পর শনিবার (১০ ডিসেম্বর) রাতে ১১টার দিকে বিএনপি দলীয় কার্যালয়ের নিয়ন্ত্রণ ছেড়েছে তারা। সেই সঙ্গে নাইটিঙ্গেল মোড় থেকে ফকিরাপুল সড়কও খুলে দেওয়া হয়েছে।


এদিকে কার্যালয় খুলে দিলেও রোববার (১১ ডিসেম্বর) বেলা ১১টা পর্যন্ত আসেননি কোনো নেতাকর্মী।


সরেজমিনে গিয়ে দেখা যায়, বিএনপি কার্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলছে, পাশের সিঁড়ির গেটও তালাবদ্ধ। নিচতলার পুরো ফ্লোর এলোমেলো রয়ে গেছে। এ সময় বড় বড় ডেগ পড়ে থাকতে দেখা যায়। 


এদিকে গত তিনদিন ধরে পুলিশি বেরিকেটে আটকে রাখা নাইটিঙ্গেল মোড় ও ফকিরাপুল মোড়ে এখনো বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। 


ট্রাফিক পুলিশের সদস্যরা জানান, সকাল থেকে এই সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। বেরিকেট না থাকায় যান চলাচল করছে। তবে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীদের ভিড় দেখা যায়নি।