পদত্যাগপত্র জমা দিতে সংসদে বিএনপির এমপিরা


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ১১:০৯ অপরাহ্ন, ১১ই ডিসেম্বর ২০২২


পদত্যাগপত্র জমা দিতে সংসদে বিএনপির এমপিরা
পদত্যাগপত্র জমা দিতে সংসদে বিএনপির ৭ এমপি- ছবি: সংগৃহীত

আজ রোববার বিএনপির সাত এমপি সশরীরে গিয়ে স্পিকারের কাছে নিজেদের পদত্যাগপত্র জমা দেবেন। ইতমধ্যে পদত্যাগপত্র জমা দিতে সংসদ ভবনে পৌঁছেছেন বিএনপির এমপিরা। 


বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবীর খান এ তথ্য নিশ্চিত করেছেন।


এর আগে শনিবার গোলাপবাগের গণসমাবেশে পদত্যাগের এই ঘোষণা দেন বিএনপির এই ৭ এমপি। 


তারা বলেন, দলীয় সিদ্ধান্ত অনুসারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তারা পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন।


এই সাত সংসদ সদস্য হলেন উকিল আবদুস সাত্তার (ব্রাহ্মণবাড়িয়া-২), হারুন অর রশীদ (চাঁপাইনবাবগঞ্জ-৩), জি এম সিরাজ (বগুড়া-৭), আমিনুল ইসলাম (চাঁপাইনবাবগঞ্জ-২), জাহিদুর রহমান (ঠাকুরগাঁও-৩), মোশাররফ হোসেন (বগুড়া-৪) ও রুমিন ফারহানা (সংরক্ষিত নারী আসন)। তাদের মধ্যে হারুন বিদেশে রয়েছেন। তিনি পদত্যাগপত্র স্বাক্ষর করে পাঠিয়েছেন বলে জানানো হয়।