বিএনপির কেন্দ্রীয় কার্যক্রম চালাতে বাধা নেই: ডিসি হায়াতুল
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১১:৪৮ অপরাহ্ন, ১১ই ডিসেম্বর ২০২২
মতিঝিল বিভাগের ডিসি হায়াতুল ইসলাম খান বলেছেন, বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় কার্যক্রম চালাতে প্রশাসনের পক্ষ থেকে আর কোনো বাধা-নিষেধ নেই। তাদের কার্যক্রম চালাতে যতটুকু সহযোগিতা করা প্রয়োজন তাও করা হবে।
রোববার (১১ ডিসেম্বর) ডিএমপি মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার হায়াতুল ইসলাম খান এসব কথা বলেন।
তিনি জানান, বিএনপির পার্টি অফিসকেন্দ্রিক গত ৭ ডিসেম্বর অপ্রীতিকর ঘটনার সূত্রপাত হয়। এতে বেশকিছু সংঘর্ষের ঘটনাও ঘটে। এ ঘটনায় মামলা হয়। মামলার কার্যক্রম ও ক্রাইম সিনের জন্য বিএনপির কার্যালয় একদিনের মতো বন্ধ ছিল।
ডিসি বলেন, আমাদের কাছে তথ্য ছিল। সেসব তথ্য বিশ্লেষণ করে নিরাপত্তা নিশ্চিত এবং মতিঝিল এলাকায় শৃঙ্খলার স্বার্থে কিছু চেকপোস্ট বসানো হয়েছিল। যা এরইমধ্যে অপসারণ করা হয়েছে। বর্তমানে মানুষের চলাচল ও যান চলাচলও স্বাভাবিক।’
ডিসি হায়াতুল ইসলাম আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য যতটুকু প্রয়োজন, ঠিক ততটুকুই রাখা হবে।