খুলেছে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ১২:৫৯ পূর্বাহ্ন, ১২ই ডিসেম্বর ২০২২


খুলেছে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়
নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়

তিন দিন বন্ধ থাকার পর অবশেষে দ্বার খুলেছে নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের‌। 


ডিএমপির মতিঝিল বিভাগের ডিসি হায়াতুল ইসলাম খান বলেন, এখন থেকে বিএনপি তাদের কার্যালয়ে দলীয় কার্যক্রম চালাতে প্রশাসনের পক্ষ থেকে কোনো বাধা-নিষেধ নেই।


তিনি বলেন, আমরা খবর পেয়েছি, বিএনপির নেতারা কেন্দ্রীয় কার্যালয়ে আসবেন এবং তারা তাদের কার্যক্রম চালাতে পারবেন।


ডিএমপির এই কর্মকর্তা বলেন,  ১০ ডিসেম্বর বিএনপির যে গণসমাবেশ হয়েছে। সেটিকে কেন্দ্র করে বিএনপির পার্টি অফিসকেন্দ্রিক গত ৭ ডিসেম্বর অপ্রীতিকর ঘটনার সূত্রপাত হয়। এতে বেশকিছু সংঘর্ষের ঘটনাও ঘটে। এ ঘটনায় মামলা ও হয়েছে।