ভোলার দৌলতখানে কাবার ভ্যানসহ দুই গরু চোর আটক


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৪:৪২ পূর্বাহ্ন, ১২ই ডিসেম্বর ২০২২


ভোলার দৌলতখানে কাবার ভ্যানসহ দুই গরু চোর আটক
চোরাই গরুসহ চোর চক্রের দুই সদস্য আটক

ভোলার দৌলতখানে চোরাই গরুসহ চোর চক্রের দুই সদস্যকে আটক করেছে থানা পুলিশ। এ সময় চুরির কাজে ব্যবহৃত একটি কাবার ভ্যান জব্দ করা হয়েছে।


শনিবার (১১ ডিসেম্বর) ভোর চারটার দিকে চরপাতা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।


গরুর মালিক আঃ রহিম জানান, আমার স্ত্রী ঘুম থেকে উঠে দেখে ৩টি গরুর মধ্যে বাচ্চাসহ ছয় মাসের গর্ভবতী ২টি গরু চুরি হয়ে গেছে। তখন সে ডাক চিৎকার করলে মানুষজন উঠে খুঁজতে থাকে। একপর্যায় দলিল উদ্দীন খায়ের হাট এলাকা সংলগ্ন জবাই করা অবস্থায় তার গরু দেখতে পায়। তার পাশেই চোরাই কাজে ব্যবহৃত কাবার ভ্যানটি ছিলো। যার নং "ঢাকা মেট্রো-ন ১৩-৬৩১৯! 


আটককৃতরা হলেন, বোরহানউদ্দিন উপজেলার দেউলা ইউনিয়নের মোঃ সেলিমের ছেলে মোঃ রুবেল (২১) ও বাবুলের ছেলে মোঃ আমান (১৮)। এছাড়াও এর সাথে সম্পৃক্ত সবুজ, কসাই রিপন সহ অজ্ঞাত আরো দুইজন পলাতক রয়েছে।


দৌলতখান থানার অফিসার ইনচার্জ জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন , চোরাই গরুসহ চোর চক্রের ২ সদস্যকে আটক করা হয়েছে। মূলত সবুজ ও তার সাথে থাকা আরো দুইজন মিলে গরু চুরি করে এনে কসাই রিপনের কাছে বিক্রি করেন। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন।