বিশ্বে প্রাভবশালী নারীর তালিকায় শেখ হাসিনা
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৬:৫২ পূর্বাহ্ন, ১২ই ডিসেম্বর ২০২২
চলতি বছর বিশ্বে প্রভাবশালীর নারীর তালিকায় একধাপ এগিয়ে ৪২তম স্থানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (৬ ডিসেম্বর) এই তালিকা প্রকাশ করেছে মার্কিন অর্থ ও বাণিজ্যবিষয়ক সাময়িকী ফোর্বস।
ফোর্বস জানিয়েছে, তালিকাটি ৪টি প্রধান মানদণ্ডে নির্ধারণ করা হয়। সেগুলো হলো অর্থ, মিডিয়া, প্রভাব ও প্রভাবের ক্ষেত্র।
ফোর্বস সাময়িকীতে লেখা হয়েছে, শেখ হাসিনা বাংলাদেশের দীর্ঘমেয়াদি প্রধানমন্ত্রী। বর্তমানে তিনি ৪র্থ মেয়াদে জয়ী হন, যা তার টানা তৃতীয় মেয়াদও।
এতে আরও লেখা হয়, খাদ্য নিরাপত্তা, শিক্ষা ও স্বাস্থ্য সেবার মতো বিষয়গুলোতে আরও জোর দেওয়ার পরিকল্পনা করেছেন শেখ হাসিনা। বাংলাদেশ একটি দৃঢ় গণতন্ত্র প্রতিষ্ঠা করতে সংগ্রাম করেছেন শেখ হাসিনা।