আখাউড়া-আগরতলা রুটে ট্রেন চলবে জুনে
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৭:১৭ পূর্বাহ্ন, ১২ই ডিসেম্বর ২০২২
আগামী বছর জুনে আখাউড়া-আগরতলা রুটে ট্রেন চলাচল করবে। ধীরে ধীরে সব রেলপথকে মিটারগেজ থেকে ব্রডগেজ লাইনে রূপান্তর করা হচ্ছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।
রবিবার (১১ ডিসেম্বর) বিকাল ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার মনিয়ন্দ ইউনিয়নের শিবনগর এলাকায় নির্মাণাধীন আখাউড়া-আগরতলা রেলওয়ে প্রকল্প পরিদর্শনের সময় তিনি এসব কথা বলেন।
রেলমন্ত্রী বলেন, ঢাকা-চট্টগ্রাম রেলপথকে পর্যায়ক্রমে মিটার গেজ থেকে ব্রডগেজ করা হচ্ছে। আখাউড়া থেকে সিলেট পর্যন্ত রেলকেও ব্রডগেজ করা হবে।
জেবি/এসবি