সাংবাদিক হেনস্তা: পুলিশ সদস্য ক্লোজড


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ১২:৪১ পূর্বাহ্ন, ১৩ই ডিসেম্বর ২০২২


সাংবাদিক হেনস্তা: পুলিশ সদস্য ক্লোজড
নাগরিক টিভির সাংবাদিকের বুম কেড়ে নেয় পুলিশ- ছবি: সংগৃহীত

জাতীয় সংসদের সামনে লাইভ করার সময় বেসরকারি টেলিভিশন নাগরিক টিভির সাংবাদিকের বুম কেড়ে নিয়ে দায়িত্ব পালনে বিঘ্ন ঘটান পুলিশ কনস্টেবল মো. শাহিনুর রহমান। 


অভিযুক্ত ওই কনস্টেবলকে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানা গেছে।


সোমবার (১২ ডিসেম্বর) ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। 


তিনি বলেন,পুলিশ কনস্টেবল মো. শাহিনুর রহমানকে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।