শীত নিয়ে নতুন করে যা জানালো আবহওয়া অফিস
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০২:২১ পূর্বাহ্ন, ১৩ই ডিসেম্বর ২০২২
সারাদেশে আগামী ২৪ তাপমাত্রা কমায় শীত আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সোমবার (১২ ডিসেম্বর) আবহাওয়ার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এতে আরও বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে।
বর্ধিত ৫ দিনের আবহাওয়া পূর্বাভাসে বলা হয়, এ সময়ের শেষের দিকে রাতের তাপমাত্রা আরও হ্রাস পেতে পারে।
জেবি/এসবি