মুন্সীগঞ্জে আলু চাষে ব্যস্ত কৃষকরা


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৩:৫১ এএম, ১৩ই ডিসেম্বর ২০২২


মুন্সীগঞ্জে আলু চাষে ব্যস্ত কৃষকরা
আলু চাষে ব্যস্ত কৃষক

এখন আলু চাষে ব্যস্ত সময় কাটাচ্ছেন মুন্সীগঞ্জের ছয়‌টি উপ‌জেলার কৃষকেরা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শ্রমিক ও পরিবারের লোকজন নিয়ে আলু চাষ করছেন তারা। তবে এবছর সার ও আলু বীজের দাম বেশি বলে তাদের অভিযোগ। এ কারণে জেলায় আলু চাষের লক্ষ্যমাত্রা পূরণ নাও হতে পারে।


দেশে সবচেয়ে বেশি আলু উৎপাদন হয় মুন্সীগঞ্জে। প্রতিবছর মৌসুম এলেই আলু চাষে ব্যস্ত হয়ে পড়েন এখানকার কৃষকরা। এবারও একই চিত্র। তবে আলুর আবাদ করতে গিয়ে সার ও বীজের দামের কারণে ক্ষুব্ধ চাষীরা। তারা বলছেন, সরকার নির্ধারিত দামের চেয়েও বেশি দাম নেওয়া হচ্ছে ।


তবে আলু বীজের অতিরিক্ত দাম নেয়ার অভিযোগ মানতে নারাজ কৃৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা।


দাম নিয়ে কৃষক ও কৃষি কর্মকর্তাদের মধ্যে ভিন্নমত থাকলেও এবছর আলু চাষে আগ্রহ তুলনামূলক কমই দেখা যাচ্ছে। মুন্সীগঞ্জের ছয়‌টি উপ‌জেলায়  ২০২১-২২ অর্থবছরে ৩৭ হাজার ৯শ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। তবে এ পর্যন্ত আবাদ হয়েছে ৯ হাজার ৮শ ৮০ হেক্টর জমিতে।


কিন্তুু জেলার অ‌ধিকাংশ কৃষকেরা তা‌দের জ‌মি তে আলু লাগা‌নো শু‌রো ক‌রে নাই ,কারন তা‌দের জ‌মি থে‌কে এখ‌নো অগাছা প‌রিস্কার তরা হয় নাই । 


আরএক্স/