‘মশার প্রজননক্ষেত্র পেলে কাউকে ছাড়া দেব না’
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৪:৫৮ পূর্বাহ্ন, ১৩ই ডিসেম্বর ২০২২
ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, মশার প্রজননক্ষেত্র পেলে কাউকে ছাড়া দেওয়া হবে না। এ ব্যাপারে ডিএনসিসির তরফ থেকে সবাইকে সাত দিন সময় দেওয়া হলো। সাত দিন পর আমরা বিভিন্ন এলাকা পরিদর্শন করব।
মেয়র বলেন, ডিএনসিসির ম্যাজিস্ট্রেটরা অভিযান চালাবেন। কোথাও মশার প্রজননক্ষেত্র পেলে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ছাড় দেওয়া হবে না। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দেওয়ার পাশাপাশি সব ধরনের আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সোমবার (১২ ডিসেম্বর) গুলশান-২ এ নগর ভবনের অডিটোরিয়ামে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন মেয়র মো. আতিকুল ইসলাম।
মেয়র বলেন, আমি সরেজমিনে গিয়ে দেখেছি, এয়ারপোর্টের পার্শ্ববর্তী খাল, জলাশয় ও ডোবাগুলোতে মশার চাষ হচ্ছে। এগুলো সিভিল অ্যাভিয়েশন, রাজউক, গৃহায়ন কর্তৃপক্ষসহ অন্যান্য সংস্থার অধীন। জলাশয়গুলোতে প্রচুর কচুরিপানা।
মেয়র আতিক বলেন, ‘শুধু কিউলেক্স মশা নয়। এডিস মশাও এখনো আছে। আমাদের মশক নিধন কার্যক্রম ও অভিযান চলমান। দেখা গেছে, দুই ভবনের মাঝখানে খালি জায়গায় অনেকে ময়লা ফেলেন। দয়া করে এটি বন্ধ করুন। স্থানীয় জনগণ ও হাউজিং সোসাইটির উদ্যোগে এগুলো বন্ধে সবাই কাজ করুন।
তিনি বলেন, অনেক হাউজিং সোসাইটি মশার ওষুধ ছিটানোর মেশিন কিনেছেন। আমরা সেসব সোসাইটিকে ডিএনসিসি থেকে বিনামূল্যে মশার ওষুধ সরবরাহ করব।