নতুন সুবিধা আনলো ইনস্টাগ্রাম


Janobani

জনবাণী ডেস্ক

প্রকাশ: ০৫:৫৬ এএম, ১৩ই ডিসেম্বর ২০২২


নতুন সুবিধা আনলো ইনস্টাগ্রাম
ইনস্টাগ্রাম

নতুন সুবিধা  নিয়ে এলো শীর্ষ টেক জায়ান্ট মেটার অঙ্গ প্রতিষ্ঠান ইনস্টাগ্রাম। এখন থেকে পোস্ট ব্লক হলেও ব্যবহারকারীদের বার্তা পাঠিয়ে দেবে প্রতিষ্ঠানটি।  


ইস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোসেরি জানিয়েছে, কোনো পোস্ট ব্লক করা হলে আবেদন করতে পারেন ব্যবহারকারীরা। সেটিংস অপশন থেকে অ্যাবাউট মেন্যুতে গিয়ে অ্যাবাউট স্ট্যাটাস এ ট্যা করলে পোস্ট ব্লক বা আবেদন-সম্পর্কির হালনাগাদ তথ্যও জানা যাবে।


এছাড়া এক্সপ্লোর পেজ ও হোম ফিডে সাধারণত ব্যবহারকারীদের বিভিন্ন পোস্ট রিকমেন্ডেড দেখিয়ে থাকে ইনস্টাগ্রাম। ফলে অনুসরণ না করা অ্যাকাউন্টের পোস্টেও দেখতে পারেন ব্যবহারকারীরা। এ সুবিধা জনপ্রিয়তা পাওয়ার আগামী বছর রিকমমেন্ডেড পোস্টের সংখ্যা দ্বিগুন দেখানোর পরিকল্পনা করেছে ইনস্টাগ্রাম। 


জেবি/এসবি